বাংলা৭১নিউজ,(চুয়াডাঙ্গা)প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় ম্যাজিস্ট্রেট ও স্বাস্থ্যকর্মীসহ নতুন ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ বৃহস্পতিবার চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগে এ প্রতিবেদন আসে। শনাক্ত ১১ জনের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় চারজন, দামুড়হুদা উপজেলায় চারজন ও আলমডাঙ্গা উপজেলায় তিনজন শনাক্ত হয়েছেন।
চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান জানান, শনাক্ত ১১ জনের মধ্যে সাতজন নারী ও চারজন পুরুষ। সদরের চারজনের মধ্যে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দুজন সদর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের কর্মী আছেন। এনিয়ে চুয়াডাঙ্গা জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৩ জনে। এর মধ্যে একজন মারা গেছেন ও দুজন সুস্থ্য হয়ে সদর হাসপাতালের আইসোলেশন থেকে বাড়ি ফিরেছেন। নতুন শনাক্ত ১১ জনকে আইসোলেশনে রাখা হবে।
বাংলা৭১নিউজ/এফএফ