বাংলা৭১নিউজ, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় র্যা বের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে পূর্ব বাংলা কমিউনিষ্ট পাটির শীর্ষ নেতা ওল্টু নিহত হয়েছে।
বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার খাসকররা গ্রামের একটি মাঠে এ ঘটনা ঘটে।
এসময় সেখান থেকে একটি ওয়ান শুটার গান ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
নিহত ওল্টু আলমডাঙ্গা উপজেলার খাসকররা গ্রামের মৃত ঝড়ু মন্ডলের ছেলে।
র্যা ব জানায়, প্রতিদিনের মতো চুয়াডাঙ্গার খাসকররা গ্রামে নিয়মিত টহল চালাচ্ছিলো র্যা ব।
র্যতবের দাবি টহলদলটি খাসকররা গ্রামের বাজার অতিক্রম করার সময় পাশের মাঠ থেকে একদল সন্ত্রাসী র্যা বের গাড়ি লক্ষ্য করে গুলি ছুর্যর
র্যা বও পাল্টা গুলি চালালে শুরু হয় বন্দুকযুদ্ধ। প্রায় আধা ঘন্টা বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে র্যা ব ওল্টুর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে।
ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একটি ওয়ান শুটারগান ও ৪ রাউন্ড গুলি।
ঝিনাইদহ র্যা ব ৬ এর কমান্ডার মেজর মনির আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন বন্দুকযুদ্ধে র্যতবের দুই সদস্য ও আহত হয়েছে।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তরিকুল ইসলাম জানান, নিহত ওল্টুর নামে চুয়াডাঙ্গার বিভিন্ন থানায় হত্যা চাঁদাবাজিসহ এক ডজন মামলা রয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস