বাংলা৭১নিউজ,ঢাকা: রজধানীর চকবাজারের চুড়িহাট্টায় লাগা ভয়াবহ আগুনের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার থানার ইন্সপেক্টর (তদন্ত) মুহাম্মদ মোরাদুল ইসলামকে শাহজাহানপুর থানায় বদলি করা হয়েছে।
সোমবার (২৯ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হেডকোয়ার্টার্স থেকে জারিকৃত এক অফিস আদেশে তাকে বদলি করা হয়। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ।
মোরাদুল ইসলাম চুড়িহাট্টার আগুনের প্রথম দিন থেকে এই মামলার তদন্ত করেছেন। মামলার তদন্তের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাকে বদলি করা হয়েছে। আমার জায়গায় পরবর্তীতে যে আসবেন তিনি এই মামলার তদন্ত করবেন।’
ডিএমপি সূত্রে জানা গেছে, ক্যান্টনমেন্ট থানার মো. কবির হোসেন হাওলাদারকে চকবাজার থানার ইন্সপেক্টর (তদন্ত) হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
গত ২০ ফেব্রুয়ারি রাতে চকবাজারের চুড়িহাট্টার ৬৪ নম্বর হাজি ওয়াহেদ ম্যানশনে ভয়াবহ এই অগ্নিকাণ্ডটি ঘটে। এ ঘটনায় মোট ৭১ জন মারা যান। প্রাথমিক তদন্তে আগুনের কারণ হিসেবে কেমিক্যালকেই দায়ী করা হচ্ছে।
এ ঘটনার দুইদিন পর ওয়াহেদ ম্যানশনের দুই মালিক মো. হাসান ও সোহেল ওরফে শহীদসহ অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে ‘অবহেলাজনিত মৃত্যুর’ মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছিল মোরাদুল ইসলামকে।
ডিএমপির জারিকৃত আদেশে শাহজাহানপুর থানার মোহাম্মদ আব্দুল মাবুদকে পল্লবী থানার ইন্সপেক্টর (তদন্ত) এবং পল্লবী থানার মো. মঈনুল কবিরকে দারুসসালাম থানার ইন্সপেক্টর (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এস.এম