নরসিংদীর পলাশে চুরি হওয়া ৫৬টি মোবাইল ফোনসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (১৯ জানুয়ারি) রাতে কুমিল্লার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
শনিবার (২০ জানুয়ারি) পলাশ থানায় সংবাদ সম্মেনে এসব তথ্য জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কেএম শহিদুল ইসলাম সোহাগ।
গ্রেপ্তারকৃতরা হলেন- কুমিল্লার চান্দিানা থানার আলম মিয়ার ছেলে তাজুল ইসলাম, মতিন মাস্টারের ছেলে আজাদ মিয়া ও দেবীদ্বার থানার বাচ্চু মিয়ার ছেলে কাইয়ুম হোসেন।
সংবাদ সম্মেলনে কেএম শহিদুল ইসলাম সোহাগ জানান, গত ৮ ডিসেম্বর সকালে পলাশ ওয়াপদা এলাকার মীম টেলিকম নামে একটি মোবাইল ফোনের দোকানের তালা ভেঙে ১৩৬টি মোবাইল ফোন চুরি করা হয়।
এ ঘটনায় ভোক্তভোগী থানায় মামলা করলে পুলিশ তথ্য-প্রযুক্তির সহযোগিতায় কুমিল্লার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পরে তাদের কাছ থেকে চুরি হওয়া ৫৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বাংলা৭১নিউজ/এসএবি