রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কোনো রকম তথ্য না দিয়ে ফের পানি ছাড়ল ভারত, নিম্নাঞ্চল প্লাবিত বাংলাদেশ-ভারত টেস্টের তৃতীয় দিনও পরিত্যক্ত নাসরাল্লাহ হত্যা, নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের দাবি ইরানের সাইবার সিকিউরিটি আইন দ্রুত সংশোধন: আসিফ নজরুল ঢাকায় একদিনে ট্রাফিক আইনে ৭৩৫ মামলা, জরিমানা সাড়ে ২৯ লাখ টাকা নোয়াখালীতে গণপিটুনিতে যুবলীগ নেতার মৃত্যু জ্বালানি-এনবিআর-ব্যাংক সংস্কারে সহায়তা করবে বিশ্বব্যাংক-আইএফসি স্বৈরাচারের পতন হলেও প্রেতাত্মারা এখনো আছে: বদিউল আলম বৈরুত বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ার হ্যাক করেছে ইসরায়েল কুড়িগ্রাম বিপৎসীমার ওপরে তিস্তার পানি আঙুলের ছাপের সমস্যায় ৫ লাখের বেশি এনআইডি মাঠে আলোর স্বল্পতা, দ্বিতীয় সেশনের খেলা শুরু হতেও দেরি কারামুক্ত শীর্ষ সন্ত্রাসীরা অপরাধ করলেই ব্যবস্থা: ডিএমপি কমিশনার বিএনপির ঢাকা মহানগর উত্তর কমিটি বিলুপ্ত বিমানবন্দর সংলগ্ন এলাকাকে ‘নীরব এলাকা’ ঘোষণা টাঙ্গাইলে যুবকের হাত-পা ভাঙা মরদেহ উদ্ধার পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৬, আহত ৮ সাত ম্যাচ পর হারের মুখ দেখলো বার্সেলোনা লেবাননে অবস্থানরত বাংলাদেশিদের যে বার্তা দিলেন রাষ্ট্রদূত ময়মনসিংহে ফের ট্রেন অবরোধ করে বিক্ষোভ

চুরির অপবাদ দিয়ে ভাড়াটিয়ার চুল কাটলেন বাড়িওয়ালার মেয়ে

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২০
  • ১০৪ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,(যশোর)প্রতিনিধি: বাসার মালিকের স্বর্ণালঙ্কার চুরির অপবাদ দিয়ে যশোরের চৌগাছা উপজেলায় এক গৃহবধূ (৩৫) ও তার শিশুসন্তানকে নির্যাতন করা হয়েছে। এ সময় ওই নারীর মাথার চুল কাটতে তার স্বামীকে বাধ্য করা হয়।

এ ঘটনায় নির্যাতিত নারীর স্বামী চৌগাছা থানায় মামলা করেন। বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) মামলার আসামি চৌগাছা কারিগরপাড়ার জাফর ইমামের স্ত্রী সুলতানা রাজিয়া (৪৫) ও তার দুই মেয়ে জান্নাত আরা ইমাম (২৪) ও সুমাইয়া ফারজানাকে (২০) গ্রেফতার করে পুলিশ। দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে বুধবার (০৫ ফেব্রুয়ারি) গভীর রাতে চৌগাছা পৌরসভার কারিগরপাড়ার জাফর ইমামের বাড়িতে এ নির্যাতনের ঘটনা ঘটে। আহত ওই নারী ও তার মেয়েকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

চৌগাছা থানা পুলিশের ওসি রিফাত খান রাজীব বলেন, বাড়ির মালিকের বাসা থেকে একটি স্বর্ণের চেইন হারিয়ে যায়। ওই নারীর তাদের বাসায় যাতায়াত থাকায় সন্দেহ করেন। একপর্যায়ে স্বর্ণের চেইন চুরি করেছে বলে বাসার মালিকের স্ত্রী ও দুই মেয়ে নির্যাতন করেন। একই সঙ্গে তার মাথার চুল কাটতে স্বামীকে বাধ্য করেন। এ ঘটনায় ওই নারীর স্বামী মামলা করেন। মামলার তিন আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

ভুক্তভোগী নারীর স্বামীর অভিযোগ, প্রায় আট মাস ধরে তিনি তার স্ত্রী ও শিশুকন্যাকে নিয়ে চৌগাছা পৌরসভার ৮নং ওয়ার্ডের কারিগরপাড়ার জাফর ইমামের বাড়ি ভাড়া থাকেন। গত ২৬ জানুয়ারি তিনি ভাড়া বাড়িতে স্ত্রী ও শিশুসন্তানকে রেখে গ্রামের বাড়ি অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামে যান। ১ ফেব্রুয়ারি বাড়ির মালিকের মেয়ে সুমাইয়া ফারজানা মোবাইল ফোনে জানান তার স্ত্রী বাড়ি থেকে স্বর্ণালঙ্কার চুরি করে পালিয়েছেন।

এ ঘটনায় চৌগাছা থানায় একটি মামলা হয়। ওই মামলায় তার স্ত্রীকে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ। সেখান থেকে জামিনে মুক্তি পেয়ে বুধবার তারা ভাড়া বাড়ি যান। রাত ১২টার দিকে বাড়ির মালিকের স্ত্রী ও দুই মেয়ে তাদের শোবার ঘরে গিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে তার স্ত্রীকে বেধড়ক মারপিট করেন।

এ সময় তার শিশু কান্নাকাটি করলে জান্নাত আরা ইমাম তার গলা টিপে ধরে এবং ঘরের চৌকির সঙ্গে আঘাত করেন। তারা ওই নারীর স্বামীকে বলেন, ‘হয় তোর স্ত্রীকে স্বর্ণ দিতে বল, না হলে এখনই তার মাথার চুল কেটে (ন্যাড়া করে) দিবি।’

নির্যাতিত নারীর স্বামী বলেন, বাড়ির মালিকের স্ত্রী ও তার দুই মেয়ের কথা মতো আমি স্ত্রীর চুল কাটতে অস্বীকার করলে তারা আমার শিশুকে নিয়ে দোতলার দিকে উঠে যায় ও মারপিট করতে থাকে। এ সময় মেয়ের কান্না ও স্ত্রীর চিৎকার সহ্য করতে না পেরে বলি মেয়েকে আমার কাছে নিয়ে এসো স্ত্রীর চুল কেটে দিচ্ছি। এরপর তারা মেয়েকে আমার কাছে নিয়ে আসে এবং আমার হাতে কাঁচি দিয়ে স্ত্রীর চুল কেটে দিতে বাধ্য করে।

বাধ্য হয়ে স্ত্রীর চুল কেটে দেয়ার পরও আমাদের তিনজনকে মারপিট করে তারা। আমাদের চিৎকারে প্রতিবেশীরা গিয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

চৌগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান বলেন, ওই নারী ও তার মেয়েকে মারধর করা হয়েছে। এরপর স্বামীকে দিয়ে জোর করে গৃহবধূর মাথার চুল কাটানো হয়েছে। এ ঘটনায় করা মামলায় তিন নারীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com