বাংলা৭১নিউজ,(হবিগঞ্জ)প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গোলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও দুই ছাত্রীর ওপর হামলার ঘটনার মুল নায়ক স্কুলের দপ্তরি জুয়েল মিয়াকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাত ৯ টায় চুনারুঘাট থানার ওসি এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে হবিগঞ্জ সদর থানার সহযোগিতায় হবিগঞ্জ শহরের স্টাফ কোয়াটার এলাকার অভিযান চালিয়ে তার চাচাত বোনের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। আটক জুয়েল গোলগাঁও গ্রামের মৃত লুৎফুর রহমানের পুত্র। চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন।
গত ১৯ সেপ্টেম্বর সকাল ১০টায় নিয়মিত স্কুলে না আসার অভিযোগে সাদিয়া ও শারমিন নামের দুই ছাত্রী ও প্রধান শিক্ষিকার ওপর হামলা করে আ’লীগ নেতা আব্দুল হামিদ ফুল মিয়া, কাজল মেম্বার ও দপ্তরী জুয়েল। এ ঘটনায় প্রধান শিক্ষিকা শাহিনা আক্তার বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। এ সময় পুলিশ জুয়েলের চাচা আব্দুল হামিদ ফুল মিয়া কথিত মেজরকে গ্রেপ্তার করেন।
চুনারুঘাট থানার ওসি জানান, ঘটনার মুল হুতা ও অন্যতম আসামী জুয়েল পলাতক ছিল। এছাড়াও তার সহযোগী অপর আসামী হাতকাটা কাজলকে খুঁজছে পুলিশ।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, দপ্তরি জুয়েলের বিরুদ্ধে নারী নির্যাতন, ভূমি দখল, চুরি, কলেজ ছাত্রী উত্যক্তসহ চুনারুঘাট থানায় একাধিক মামলা রয়েছে।
বাংলা৭১নিউজ/এমএস