বাংলা৭১নিউজ, ডেস্ক: চীন সীমান্তে অত্যাধুনিক মিসাইল ব্রহ্মোস ক্রুজ বসাচ্ছে ভারত। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের ৪,০৫৭ কিলোমিটারজুড়ে চীনা সেনা ঘিরে ফেলায় এই সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার।
অরুণাচল প্রদেশ চীন সীমান্তের সবথেকে কাছের রাজ্য। তাই এই রাজ্য সবথেকে বেশি আশঙ্কায় থাকে বলে জানিয়েছে ভারতীয় মিডিয়া।
তাই অরুণাচলে ভারতীয় সেনাবাহিনীর আর্টিলারি ডিভিশনের ৮৬৪ রেজিমেন্ট মোতায়েন করা হবে। একটা রেজিমেন্ট ৪ থেকে ৬টি ব্যাটারি ও ৩ থেকে ৪টি লঞ্চার অপারেট করতে পারে।
প্রসঙ্গত, ব্রহ্মোস হলো সবচেয়ে দ্রুততম ক্রজ মিশাইল। এটি ভূমি ও সমুদ্র দুই জায়গাতেই মোতায়েন করা যায়। মাটিতে থাকা ১০ মিটারের কোনো বস্তুকেই এই মিসাইল টার্গেট করতে পারে।
এনডিটিভির খবরে বলা হয়, ভারত সরকার চীনা আগ্রাসন থেকে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে রক্ষা করার জন্য ভারত-চীন সীমান্তে ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল স্থাপন করার জন্য সেনাবাহিনীকে অনুমতি দিয়েছে।
ভারতীয় প্রতিরক্ষা সূত্র জানায়, সরকার ৪৩০০ কোটি রুপির বেশি ব্যয়ে চতুর্থ ব্রহ্মোস ক্রুজ রেজিমেন্টের অনুমোদন দিয়েছে।
বাংলা৭১নিউজ/তথ্যসূত্র: এনডিটিভি