চীনে একদিনে ৩৯ হাজার ছাড়িয়েছে মহামারী করোনাভাইরাসের সংক্রমণ। ২৬ নভেম্বর দেশটিতে ৩৯ হাজার ৭৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৭০৯ জনের শরীরে উপসর্গ আছে, বাকি সংক্রমিতদের মধ্যে কোনো উপসর্গ নেই।
রবিবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন এসব তথ্য জানিয়েছে। চীনে গতকাল করোনায় মৃত্যু হয়েছে একজনের। এ নিয়ে দেশটিতে করোনায় মারা গেছে ৫ হাজার ২৩৩ জন।
এর আগের দিন দেশটিতে করোনা সংক্রমণের সংখ্যা ছিল ৩৫ হাজার ১৮৩টি। এর মধ্যে ৩১ হাজার ৭০৯ জনের শরীরে উপসর্গ ছিল না।
সূত্র : এনডিটিভি
বাংলা৭১নিউজ/এআর