বাংলা৭১নিউজ, ডেস্ক: চীনের বিরুদ্ধে ভারত এবং আমেরিকার মধ্যে একটি যৌথ সামরিক চুক্তি সাক্ষরিত হয়েছে।
জানা গেছে, এবার থেকে প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত এবং আমেরিকা পরস্পর পরস্পরের জিনিস ব্যবহার করতে পারবে। রসদ সংগ্রহের কাজেও ভারত এবং আমেরিকা একে অপরের নৌঘাঁটি, বিমানবন্দর, আকাশ সীমা ব্যবহার করতে পারবে।
দক্ষিণ চীন সাগরে ড্রাগন সেনার বাড়াবাড়ি রুখতে ওয়াশিংটন ও দিল্লির ওই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে দেশটির কূটনৈতিক মহল।
পাশপাশি, ওই চুক্তির ফলে ভারত ও মার্কিন নৌ বাহিনী একে অপরকে সাহায্য করতে পারবে। সে মহড়ার কাজে হোক কিম্বা কোনো অভিযানে।
কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, সমস্ত বাধা কাটিয়ে কেন্দ্রীয় সরকার যেভাবে আমেরিকার সঙ্গে ওই প্রতিরক্ষা চুক্তি ফলপ্রসূ করেছে, তাতে ভবিষ্যতে দুই দেশেরই বেশ সুবিধা হবে। সম্পর্কও অটুট থাকবে দুই দেশের মধ্যে।
এবার চীনকে ঠেকাতে ভারতের সঙ্গে একযোগে নিরাপত্তা বলয় গড়ে তুলতে পারবে মার্কিন সেনা। পাশপাশি, অরুনাচল এবং লাদাখে চীনা আধিপত্য ঠেকাতেও মার্কিন সেনার সাহায্য অনেকটাই কাজে লাগবে বলে মনে করছে ভারত।
পাশপাশি, বালোচিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীর নিয়েও চীনের মাতামাতি ঠেকাতে ভারত এবং মার্কিন সেনার ওই যৌথ পদক্ষেপ ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেও মনে করছে কূটনৈতিক মহল।
বাংলা৭১নিউজ/আরএস