বাংলা৭১নিউজ, ডেস্ক: চীনা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্কারোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে প্রায় ৫০ বিলিয়ন ডলার মূল্যের চীনা পণ্যের ওপর শুল্কারোপ হবে।
এ সময় ট্রাম্প চীনের বিরুদ্ধে বুদ্ধিভিত্তিক কপিরাইট চুরির অভিযোগ আনেন।
হোয়াইট হাউস জানায়, বার্ষিক বাণিজ্যে ৩৪ বিলিয়ন ডলার মূল্যের চীনের ৮০০ পণ্যের ওপর শুল্কারোপ আগামী ৬ জুলাই থেকে কার্যকর হবে। বাকি ১৬ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্যের ওপর শুল্কারোপ নিয়ে পরবর্তীকালে আলোচনা করে কার্যকর করা হবে।
ট্রাম্পের এই পদক্ষেপের পাল্টা জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চীন। দেশটি জানিয়েছে, তারা ৫০ বিলিয়ন ডলার মূল্যের ৬৫৯টি মার্কিন পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্কারোপ করবে।
যুক্তরাষ্ট্র অবশ্য আগেই সতর্ক করে দিয়ে বলেছে, চীন পাল্টা জবাব হিসেবে মার্কিন পণ্যে শুল্কারোপ করলে তারা আরো বেশি চীনা পণ্যে শুল্কারোপ করবে।
বাংলা৭১নিউজ/তথ্য : বিবিসি/এসআই