বাংলা৭১নিউজ, ডেস্ক: ল্যাতিন আমেরিকার দেশ চিলিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬ দশমিক ৩। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আজ বাংলাদেশ সময় সকাল ৭টা ২৫ মিনিটে দেশটির দক্ষিণাঞ্চলের অ্যাসিন উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে।
চিলির জরুরী সেবা অফিস বলছে, তাৎক্ষণকিভাবে ভূমিকম্পে হতাহত এবং অবকাঠামোগত কোন ক্ষতি হয়নি। এছাড়া নৌবাহিনীর পক্ষ থেকে সুনামির সতর্কতা জারি করা হয়নি।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, দেশটির পুয়েট্রো স্যাকাবুকো শহর থেকে ৩৩৪ কিলোমিটার পশ্চিমে এবং চনচি শহর থেকে ৪৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তি স্থল ছিলো ভূ-পৃষ্ঠ থেকে ১৫ কিলোমিটার গভীরে।
বাংলা৭১নিউজ/সিএইস