‘বাঁধা’ খ্যাত চিত্রগ্রাহক এ আর আজিজ মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২ নভেম্বর) ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক শাহীন সুমন।
তিনি বলেন, হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তড়িঘড়ি করে আজিজকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত আর বাঁচানো গেলো না।
তিনি আরও বলেন, আজ বাদ জোহর কামারপাড়া কেন্দ্রীয় কবরস্থান মসজিদে জানাজা শেষে মরদেহ সেখানে দাফন করা হবে।
বাংলা৭১নিউজ/এসএইচ