বাংলা৭১নিউজ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি চিতা বাঘের শাবককে আটক করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মুসলিমপুর এলাকার একটি ফসলী মাঠে কৃষি কাজ করছিল কয়েকজন কৃষক।
এসময় তাদের চোখে পড়ে একটি চিতা বাঘের শাবক। পরে তাদের আত্মচিৎকারে ছুটে আসে এলাকাবাসী। এসময় এলাকাবাসী, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল প্রায় ৪ ঘণ্টা অভিযান চালিয়ে রোববার সন্ধ্যায় ফসলী মাঠ থেকে ওই চিতা বাঘের শাবককে আটক করা হয়। একই সঙ্গে অপর একটি মৃত বাঘের শাবকও উদ্ধার করা হয়।
এবিষয়ে উপজেলা বন কর্মকর্তা মাহবুব আলম জানান, আটক বাঘের শাবকটি স্থানীয় সোনামসজিদ গৌড় শিশু পার্কে আপাতত চিত্তবিনোদনের জন্য রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস