ঢাকা ক্যাপিটালসের পর চিটাগং কিংসের বিপক্ষেও টস জিতেছেন এনামুল হক। দুর্বার রাজশাহীর অধিনায়ক গতকালের মতো আজও ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। ভাঙা হয়নি উইনিং কম্বিশনের দল।
মিরপুর শেরই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুপুর দুইটায় শুরু কুড়ি কুড়ির লড়াই। বিপিএলে এটি চিটাগংয়ের দ্বিতীয় ম্যাচ। আগের ম্যাচে তারা খুলনা টাইগার্সের কাছে হেরেছিল।
দুর্বার রাজশাহী এ নিয়ে তৃতীয়বার নামছে খেলতে। আগের দুই ম্যাচে দাপুটে ক্রিকেট খেললেও একটিতে হেরেছে এনামুলরা। ফরচুন বরিশালের বিপক্ষে ভাগ্য সহায় না হলেও, গতকাল ঢাকাকে রাজশাহী হারিয়েছে হেসেখেলে।
বাংলা৭১নিউজ/এসএইচ