বাংলা৭১নিউজ,ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া চিকিৎসকদের প্রতি বিবেক, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জারি বিভাগের প্রফেসর রশিদ উদ্দিন আহমেদ সেমিনার হলে নিউরোসার্জারি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, প্রত্যেককে নিজের বিবেকের কাছে প্রশ্ন করতে হবে। তবেই সততার সঙ্গে দায়িত্ব পালনের পথ সুগম হবে। বিবেক জাগ্রত হলে মানবকল্যাণ হবে। রোগীরা চিকিৎসকদের কাছে অনেক আশা নিয়ে আসেন। আন্তরিকতার সঙ্গে চিকিৎসাসেবা প্রদান, সুন্দর আচরণ ও ব্যবহার এবং ভালোবাসা দিয়ে রোগীর মন জয় করতে হবে। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
বাংলা৭১নিউজ/সি এইস