বাংলা৭১নিউজ, আক্তারুজ্জামান বাচ্চু, সাতক্ষীরা প্রতিনিধি: আন্তরিকভাবে চিকৎসা সেবা দিলে মানুষ যেমন খুশি থাকেন তেমনি আল্লাহতায়ালাও সন্তুষ্টি হন। মনের তৃপ্তি লাভের পাশাপাশি আল্লাহ’র কাছ থেকেও ইহকাল এবং পরকালে পুরস্কার পাওয়া যায়।
বুধবার (১১ এপ্রিল) দুপুরে সাতক্ষীরা ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ রুহুল হক এমপি একথা বলেন।
তিনি আরো বলেন, চিকিৎসকদের দায়িত্ব কর্তব্য অনেক। মন থেকে এসব দায়িত্ব কর্তব্য পালন করতে হবে। অর্থ উপার্জনে অন্যের দ্বারা প্রলুদ্ধ না হয়ে রেগীর সেবা দিতে হবে। বিনা প্রয়োজনে অহেতুক পরীক্ষা-নিরীক্ষা না করানোর জন্যও চিকিৎসকদের পরামর্শ দিয়েছেন সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী।
সরকারি চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেন, হাসপাতালে ১০ টায় যেয়ে ১২ টায় বেরিয়ে না এসে রোগীর পিছনে বেশি সময় ব্যয় করুন। এতে প্রাকটিসের জস বাড়বে বই কমবে না। নিজেও এমনিভাবে রোগীর সেবা দিয়ে এসেছেন উল্লেখ করে তিনি বলেন, গরীব মানুষদের পাশে সময় ব্যয় করলে তারা যেমন খুশি হন তেমনি আল্লাহও খুশি হন।
সাবেক এই মন্ত্রী ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালকদের প্রতিও মানুষের সেবা দানের আহবান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ডায়াগনষ্টিক সেন্টারের উপদেষ্টা এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর এমপি মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা প্রশাসক মোঃ ইফখেতার হোসেন, সাবেক এমপি এ কে এম ফজলুল হক, সাবেক এমপি মুনসুর আহমেদ, সাবেক এমপি ডাঃ মোখলেছুর রহমান, পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ কাজী হাবিবুর রহমান, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সভাপতি ডাঃ আজিজুর রহমান, পৌর মেয়র আলহাজ্ব তাজকিন আহমেদ চিশতি, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা প্রমুখ।
বাংলা৭১নিউজ/জেএস