বাংলা৭১নিউজ ডেস্ক: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় চা নিমাল কেন্দ্র থেকে নিলাম কার্যক্রম চালুর মাধ্যমে এ অঞ্চলের চা উৎপাদনকারীদের দীর্ঘদিনের দাবী পূরণ হলো। এতোদিন শুধু চট্রগ্রামে চা নিলাম হতো। এতে চা উৎপাদনকারীদের বেশ সমস্যা হতো এবং ব্যয় বেশি হতো। চা উৎপাদনকারীদের দাবীর প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্র চালুর উদ্যোগ গ্রহণ করে। দেশের স্বাধীনতার পর অন্যতম রপ্তানি পণ্য ছিল চা। তখন দেশে ১০ মিলিয়ন কেজি চা উৎপাদিত হতো। এর মধ্যে ৭ মিলিয়ন কেজি চা রপ্তানি হতো।
আজ দেশে ৮৫ মিলিয়ন কেজি চা উৎপাদিত হচ্ছে কিন্তু তেমন রপ্তানি করার সুযোগ হচ্ছে না। দেশের ১৬ কোটি মানুষের চায়ের চাহিদা পূরণ করতে অনেক সময় চা আমদানি করতে হয়। এর মাঝেও বাংলাদেশ ভালো মানে চায়ের চাহিদার প্রেক্ষিতে কিছু চা রপ্তানি করে থাকে।
বাণিজ্যমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৭-১৯৫৮ সালে টি বোর্ডের চেয়ারম্যান ছিলেন। পরবর্তীতে বঙ্গবন্ধুর সরকার ১৯৭২-১৯৭৪ সালে চা উৎপাদনকারীদের নগদ আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি ভর্তুকি দিয়ে অল্প মূল্যে সার সরবরাহ করার ব্যবস্থা করেছিলেন। এছাড়া যুদ্ধবিদ্ধস্থ চা কারখানাগুলো চালুর জন ইন্ডাষ্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে ৩০ লক্ষ ভারতীয় মূদ্রা লোন নিয়ে যন্ত্রপাতি আমদানি করেছিলেন।
বাণিজ্যমন্ত্রী আজ সোমবার বাংলাদেশ চা বোর্ড এর উদ্যোগে বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ থেকে ভিডিও কনফান্সের মাধ্যমে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় চা নিমাল কেন্দ্রে নিলাম কার্যক্রম উদ্বোধন করে এসব কথা বলেন। প্রথম নিলামে ১ কেচি চা-এর মূল্য ছিল ১১ হাজার টাকা।
তোফায়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চা বাগান মালিকদের ১০০ বিঘা পর্যন্ত জমির মালিকানা সংরক্ষণের অনুমতি প্রদান করেন। দেশের ৯০ ভাগ চা উৎপাদন হয় সিলেট অঞ্চলে। এ চা নিলাম কেন্দ্রের কার্যক্রম উদ্বোধনের মাধ্যমে প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন হলো। বর্তমান সরকারের বিশেষ উদ্যোগ গ্রহনের ফলে এখন দেশের উত্তরাঞ্চলের পঞ্চগড়, ঠাকুরগাঁও, লালমনিরহাট, দিনাজপুর জেলায়ও চা উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে দেশের ৬৪,৮৮৬ হেক্টর জমিতে চা উৎপাদিত হচ্ছে। চা শ্রমিকের সংখ্যা প্রায় ১ লাখ ৩৩ হাজার। ২০১৭-১৮ মৌসুমে (এপ্রিল-মার্চ) নিলামে ৭৬.৫৮ মিলিয়ন কেজি চা বিক্রয় হয়। এসময় চায়ের গড় মূল্য ছিল ২১৪.১০ টাকা। ২০১৭ সালে ২.৫৬ মিলিয়ন কেজি চা রপ্তানি হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে চাকুরীর ক্ষেত্রে কোটা তুলে নেয়ার ঘোষণা দিয়েছেন। এতে সন্দেহের কোন অবকাশ নেই, প্রধানমন্ত্রী নিরাশ করবেন না। আনুষ্ঠানিকতা সম্পন্ন করেই গেজেট প্রকাশ করা হবে। একটু ধৈর্য্য ধরে অপেক্ষা করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তাবৃন্দ। শ্রীমঙ্গলে নিমাল কেন্দ্রে এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান, চা উৎপাদন ও ব্যবসায়ী সমিতির আহবায়ক এবং জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ মোমেন, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মো. আজিজুর রহমান, মৌলভীবাজার জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/জেএস