রাজধানীর নিউমার্কেট এলাকায় চাল বোঝাই ট্রাক থেকে দেড় কেজি হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-২। এই পরিমাণ হেরোইনের বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা বলে র্যাব জানায়।
এছাড়াও মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাক, দুটি মোবাইল ফোন এবং নগদ পাঁচ হাজার টাকা জব্দ করা হয়েছে।
আটকরা হলেন- মো. মাউল আলী (৩২) ও মো. আব্দুল হাকিম (৪০)।
মঙ্গলবার (৩১ মে) দুপুরে র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. ফজলুল হক এসব তথ্য জানান।
তিনি বলেন, র্যাব-২ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সীমান্তবর্তী জেলা থেকে চাল বোঝাই ট্রাকে করে মাদকের একটি বড় চালান রাজধানীতে আসছে। এরপর সোমবার (৩০ মে) রাতে রাজধানীর নিউমার্কেট থানাধীন নিলক্ষেত মোড়ে চেকপোস্ট স্থাপন করে র্যাব। এসময় সন্দেহভাজন চাল বোঝাই ওই ট্রাক তল্লাশি করে মাউল আলী ও আব্দুল হাকিমকে আটক করা হয়।
পরে মাদকের বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে অস্বীকার করলেও পরে গাড়িতে হেরোইন আছে বলে স্বীকার করেন তারা। তাদের দেওয়া তথ্যমতে তল্লাশি করে ট্রাকের কেবিনে বসার সিটের নিচে অভিনব কায়দায় রাকা ১ কেজি ৪২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার বর্তমান বাজারমূল্য আনুমানিক ১ কোটি ৪২ লাখ টাকা।
তাদের বরাত দিয়ে এএসপি মো. ফজলুল হক বলেন, রাজধানীসহ আশপাশের জেলায় নেশা জাতীয় দ্রব্যের ব্যাপক চাহিদা রয়েছে। এ কারণে অভিনব পন্থায় নিত্যনতুন বিভিন্ন কৌশল অবলম্বন করে অবৈধভাবে পার্শ্ববর্তী দেশ থেকে স্বল্পমূল্যে হেরোইন ক্রয় করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চড়াদামে বিক্রি ও সরবরাহ করে আসছিলেন তারা।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
বাংলা৭১নিউজ/এসএইচ