হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো: সুজন মিয়া (৩০) ও সাহেদ মিয়া (৪০) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার সকালের দিকে মাধবপুর উপজেলার সুশান সিএনজি স্টেশনের বিপরীতে অটোরিকশা গ্যারেজে এ ঘটনা ঘটে।
নিহত সুজন মিয়া আনিউড়া ইউনিয়নের বাড়াচান্দুরা গ্রামের সাদেক মিয়ার ছেলে ও সাহেদ মিয়া বুল্লা ইউনিয়নের চানখা বুল্লা গ্রামের মৃত কালা মিয়ার ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে প্রতিদিনের মতো চার্জে দেয়া অটোরিকশা গ্যারেজ থেকে বের করার সময় সাহেদ মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় সাহেদ মিয়াকে বাঁচাতে গিয়ে অটোরিকশা গ্যারেজের মালিক মো: সুজন মিয়াও বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
বাংলা৭১নিউজ/এবি