বাংলা৭১নিউজ,(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কারখানা নদীর কবাই এলাকায় প্রায় চার হাজার যাত্রী নিয়ে ডুবোচরে আটকা পড়েছিল দুটি লঞ্চ। গতকাল বুধবার রাত ৮টার দিকে ডাবল ডেকার এমভি জামাল-৫ ও এমভি আওলাদ-৭ লঞ্চ নদীর কবাই এলাকায় ডুবোচরে আটকা পড়ে। পরে রাত ১০টার দিকে নদীতে জোয়ার আসার পর লঞ্চ দুটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
ডুবোচরে আটকা পড়া ঢাকাগামী ডাবল ডেকার লঞ্চ দুটি বৃহস্পতিবার সকাল ৭টায় সদরঘাটে পৌঁছায়। সকাল সাড়ে ১০ টায় এমভি আওলাদ-৭ লঞ্চের যাত্রী ও পটুয়াখালী পৌর কাউন্সিলর মো. দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাত ১০ টার দিকে ডুবোচর থেকে ছুটে দ্রুত লঞ্চ চালায় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকাল ৭টায় সদরঘাটে লঞ্চ দুটি আমাদের নামিয়ে দেয়।
এমভি আওলাদ-৭ লঞ্চের সুপারভাইজার মো. মিলন বলেন, পটুয়াখালী ঘাট থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে যাত্রী নিয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হই। রাত ৮টায় কারখানা নদী অতিক্রমকালে কবাই নামক স্থানে পানি কম থাকায় এমভি জামাল- ৫ ও এমভি আওলাদ-৭ আটকা পড়ে। রাত ১০টায় নদীতে জোয়ার আসা মাত্র আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হই।
বাংলা৭১নিউজ/আরএ