বাংলা৭১নিউজ, চাঁদপুর প্রতিনিধি: ঢাকাগামী লঞ্চ এমভি দেশান্তর ঝড়ের কবলে পড়ে প্রায় পাঁচ শতাধিক যাত্রী নিয়ে মেঘনার চরে আটকা পড়েছে। দীর্ঘ সময় আটকা পড়ায় যাত্রীরা চরম দুর্ভোগের পোহায়। রোববার সকাল দশটায় মেঘনা নদীর গজারিয়া চরে দুর্ঘটনায় পড়ে।
লঞ্চটি চাঁদপুর থেকে ছেড়ে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া চরের কাছে পৌছলে প্রচন্ড ঝড়ের কবলে পড়লে মাস্টার লঞ্চটি চরে উঠিয়ে দেয়। তবে যাত্রীদের কোন ক্ষয়-ক্ষতি নিরাপরেক্ষা পায়। ওই লঞ্চের মালিক প্রতিনিধি মিল্টন জানান, ঢাকা থেকে তাদের আরেকটি লঞ্চ এমভি সোনারতরি দুর্ঘটনাস্থলে পৌঁছে আটকা পড়া যাত্রীদের উদ্ধার করে গন্তব্যে পৌছানোর ব্যবস্থা করছে।
লঞ্চযাত্রী মিজানুর রহমান লিটন জানান, সকাল ৭টা ২০ মিনিটে চাঁদপুর ঘাট থেকে দেশান্তর লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। সকাল সাড়ে নয়টার সময় প্রচন্ড ঝড় শুরু হলে চালক মুন্সিগঞ্জের কাছাকাছি গজারিয়ার চরে লঞ্চটি উঠিয়ে দিয়ে ঝড়ের কবল থেকে রক্ষা পায়। প্রায় ৪০ মিনিট পর ঝড় ও বৃষ্টি থেমে যাবার পর দেখা যায় লঞ্চটি চরে আটকে গেছে। বহু চেষ্টা করেও চালক সেটি চর থেকে আর নামাতে পারেনি। যাত্রীরা আরো জানান, তারা আটকাপড়া অবস্থায় খাদ্য ও পানি সংকটে পড়েন।
ওই যাত্রী আরো জানান, চাঁদপুর থেকে ছেড়ে যাওয়া এমভি ঈগল-৩ লঞ্চটিও একই স্থানে ঝড়ের কবলে পড়েছিল, তবে সেটিও ঝড়ের সময় চরে অবস্থান নিলেও আটকায়নি। এ কারনে তারা ঢাকার উদ্দেশ্যে যেতে পেরেছে।
বাংলা৭১নিউজ/জেএস