বাংলা৭১নিউজ, ঢাকা: জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় ২৩ ডিসেম্বর প্রায় ৪ লাখ শিশুকে ভিটামিন ক্যাপসুল খাওয়াবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। ওইদিন ডিএসসিসির স্বাস্থ্য বিভাগের এক হাজার ৪৮৭টি কেন্দ্রের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কর্মসূচি চলবে।
আজ নগরভবনে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত এক সভায় এ তথ্য জানানো হয়েছে।
সভায় জানানো হয়, ৬ থেকে ১১ মাস বয়সী ৫১ হাজার শিশুকে ভিটামিন ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী তিন লাখ ৩১ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ওইদিন দুই হাজার ৯৭৪ জন স্বেচ্ছাসেবক ও ২৮৬ জন সুপারভাইজারের তত্ত্বাবধানে এই কর্মসূচি পালিত হবে।
ডিএসসিসির স্বাস্থ্য বিভাগ আয়োজিত সভায় উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. এবিএম মুজহারুল ইসলামসহ অন্যান্যরা।
বাংলা৭১নিউজ/সিএইস