এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম হারের স্বাদ পেল ভারত। শনিবার রাতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে উইন্ডিজের কাছে ৬ উইকেটে হার মেনেছে হার্দিক-গিলরা। যা ৪ বছর পর তাদের কাছে ‘মেন ইন ব্লু’দের হার। সবশেষ ২০১৯ সালে ভারতের বিপক্ষে ওয়ানডেতে জয় পেয়েছিল উইন্ডিজ।
এই জয়ে তিন ম্যাচ সিরিজে সমতা ফিরিয়েছে ক্যারিবিয়ানরা। মঙ্গলবারের শেষ ম্যাচটি এখন অলিখিত ফাইনালে রূপ নিলো।
ব্রিজটাউনে এদিন ভারত আগে ব্যাট করতে নেমে ৪০.৫ ওভারে ১৮১ রানে অলআউট হয়ে যায়। জবাবে অধিনায়ক শেই হোপ ও কেসি কার্টির ব্যাটে ভর করে ৩৬.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
যদিও রান তাড়া করতে নেমে ৯১ রানেই ৪ উইকেট হারিয়ে বসেছিল স্বাগতিকরা। দলীয় ৫৩ রানের মাথায় কাইল মেয়ার্স (৩৬), ৫৪ রানের সময় ব্রান্ডন কিং (১৫), ৭২ রানে অ্যালিক অ্যাথানাজে (৬) ও দলীয় ৯১ রানের মাথায় শিমরন হেটমায়ার ব্যক্তিগত ৯ রানে আউট হন।
সেখান থেকে হোপ ও কার্টি মিলে অবিচ্ছিন্ন ৯১ রানের জুটি গড়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। হোপ ২ চার ও ২ ছক্কায় অপরাজিত ৬৩ রানের ইনিংস খেলেন। ম্যাচসেরাও হন তিনি। আর কার্টি ৪ চারে খেলেন অপরাজিত ৪৮ রানের ইনিংস।
তার আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল ভারত। উদ্বোধনী জুটিতে ইশান কিশান ও শুভমান গিল ৯০ রান তোলেন ১৬.৫ ওভারে। এরপর যে উইকেট পতনের মিছিল শুরু হলো সেটা শেষ হয় ৪০.৫ ওভারের মাথায় ১৮১ রানে গিয়ে।
কিশান ৬টি চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৫৫ রান করেন। গিল ৫ চারে করেন ৩৪ রান। এছাড়া সূর্যকুমার যাদব ৩ চারে ২৪ ও শার্দুল ঠাকুর ২ চারে করেন ১৬ রান।
বল হাতে উইন্ডিজের গুদাকেশ মোতি ও রোমারিও শেফার্ড ৩টি করে উইকেট নেন। ২টি উইকেট নেন আলজারি যোসেফ।
তার আগে ভারতের বোলাদের মধ্যে শার্দুল ৮ ওভারে ৪২ রান দিয়ে ৩টি উইকেট নেন। উইন্ডিজের অপর উইকেটি নেন কুলদীপ যাদব।
বাংলা৭১নিউজ/এসএইচ