বাংলা৭১নিউজ,(রাজশাহী)প্রতিনিধি: রাজশাহীর চারঘাট উপজেলায় স্ত্রীসহ ‘জ্বীনের বাদশাহকে’ আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
শুক্রবার রাতে উপজেলার বালাদিয়াড় গ্রামে এ ঘটনা ঘটে।
আটক ‘জ্বীনের বাদশাহর’ নাম সুমন আলী (৩৫)। তিনি নাটোর সদর উপজেলার সুলতানপুর এলাকার মৃত ইমন আলীর ছেলে এবং তার স্ত্রীর নাম মমতাজ বেগম (৩০)।
তাদের বিরুদ্ধে বালাদিয়াড় গ্রামের এক নারীকে জ্বীনের প্রলোভন দেখিয়ে প্রায় ৭৬ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে।
স্থানীয় বাসিন্দা আরিফ হোসেন জানান, সুমনের বাড়ি নাটোর জেলায় হলেও তিনি বালাদিয়া গ্রামে বিয়ে করেন। সেই সুবাদে এখানে যাওয়া আসার ফাঁকে প্রতিবেশী সবুরজানকে জ্বীনের মাধ্যমে সোনার হাড়ি ও টাকার বস্তা এনে দেয়ার প্রলোভন দিয়ে বিভিন্ন সময়ে প্রায় ৭৬ হাজার টাকা নেন।
কিন্তু সেই সোনার হাড়ি ও টাকার বস্তা না দিয়ে বিভিন্ন ধরনের প্রলোভন দিতে থাকেন। এক পর্যায়ে আবারো ওই নারীকে কৌশলে প্রলোভন দেখিয়ে ৫ হাজার টাকা দাবি করেন ‘জ্বীনের বাদশাহ’ সুমন ও তার স্ত্রী।
পরে শুক্রবার রাতে সুমন ও তার স্ত্রী বালাদিয়াড় গ্রামে ওই নারীর কাছে টাকা নিতে গেলে ভুক্তভোগী সবুরজান বেগম স্থানীয় কয়েকজনকে বিষয়টি জানান। পরে স্থানীয়রা প্রতারক ‘জ্বীনের বাদশাহ’ ও তার স্ত্রীকে আটক করে থানায় খবর দেন।
খবর পেয়ে পুলিশে ঘটনাস্থলে পৌঁছে জনতার হাত থেকে প্রতারক সুমন ও তার স্ত্রী মমতাজ বেগমকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মডেল থানার ওসি সমিত কুমার কুণ্ডু বলেন, আটকদের বিরুদ্ধে ভুক্তভোগী সুরজাহান বেগম বাদী হয়ে প্রতারণার মামলা করেছেন।
বাংলা৭১নিউজ/এমএস