বাংলা৭১নিউজ, হিলি প্রতিনিধি: হিলি সহ পাশ্ববর্তী সীমান্ত এলাকা দিয়ে কুরবানির পশুর চামড়া ভারতে পাচার হতে না পারে এ ব্যপারে সীমান্তে নিরাপত্তা ব্যাবস্থা জোরদার, বাড়তি টহল এবং সিসি ক্যামেরার মাধ্যমে সীমান্তের কার্যক্রম সার্বক্ষনিক পর্যবেক্ষন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এতে করে সীমান্ত দিয়ে চামড়া পাচার হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বিজিবি।
বিজিবি ২০ ব্যাটালিয়ন আওতাধীন হিলি সাড়ে ৪১ কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে। এর মধ্যে ২২ কিলোমিটার এলাকা কাঁটা তারের বেড়া থাকলেও ১৮ কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে উন্মুক্ত। আর এই চিহ্নিত এলাকা নজরদারিতে রেখেছে বিজিবি।
বিজিবি ২০ ব্যাটালিয়ন জয়পুরহাট অধিনায়ক লে.কর্নেল রাশেদ মোহাম্মদ আনিসুল হক জানান, স্বরাষ্ট্রমন্ত্রনালয় থেকে নির্দেশনা রয়েছে ঈদের পনের দিন আগে থেকে এবং ঈদের পনের দিন পর পর্যন্ত সীমান্ত কঠোর নজর দারিতে রাখা হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস