বাংলা৭১নিউজ,(চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় চান্দের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ঘরে ঢুকে গেলে চাপা পড়ে ঘুমন্ত অবস্থায় চার শ্রমিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোর ৪টার দিকে রাঙ্গুনিয়ার ইসলামপুর ইউনিয়নের গাবতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নাজিম (২৫), জাফর (৩৫), মান্নান, (২৭) ও আবদুল মোনাম (৩৬)। তাদের বাড়ি ও নোয়াখালীর হাতিয়ায় বলে জানা গেছে।
রাঙ্গুনিয়া থানার এসআই মো. ইসমাইল জানান, ভোর ৪টার দিকে মরিয়মনগর চৌমুহনী থেকে চান্দের গাড়িটি রাঙ্গুনিয়ার ইসলামপুরের ইটভাটায় যাচ্ছিল।
এ সময় চান্দের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ইসলামপুর-গাবতল সড়কের পাশে ফুটপাতের একটি ঘরে ঢুকে যায়। এতে ওই ঘরে ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে ঘটনাস্থলেই চার শ্রমিক নিহত এবং আহত হন তিনজন।
আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের উদ্ধার করে একই হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে বলে জানান এসআই।
বাংলা৭১নিউজ/এস.এ