বাংলা৭১নিউজ,(পাবনা)প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় সাড়ে ৩ হাজার কৃষি শ্রমিক দেশের বিভিন্ন অঞ্চলে ধান কাটতে যাচ্ছে। করোনাভাইরাস সংক্রমণে দেশের বিভিন্ন অঞ্চলে ধান কাটা শ্রমিকের সংকট মোকাবেলায় চাটমোহর উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় সাড়ে ৩ হাজার কৃষি শ্রমিক দেশের বিভিন্ন অঞ্চলে ধান কাটতে যাচ্ছে।
চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা এএ মাসুম বিল্লাহ জানান দেশের বিভিন্ন স্থানে ইতোমধ্যে ৩ হাজার ২শ ৮৪ জন শ্রমিক ধান কাটার জন্য চলে গেছেন। শ্রমিকরা সিরাজগঞ্জ, রাজশাহী, সেত্রকোণা, নওগাঁ, নাটোর, সুনামগঞ্জ, যশোর, টাঙ্গাইলের বিভিন্ন স্থানে গেছেন। আগামী সপ্তাহে আরো কৃষি শ্রমিক ধান কাটতে যাবেন বলেও তিনি জানান। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কৃষি শ্রমিকরা যাতে নিরাপদে গন্তব্যস্থানে পৌছঁতে পারে তার সব ব্যবস্থা করা হয়েছে। শ্রমিকদের নাগরিক সনদ, স্বাস্থ্য সনদ, শ্রমিক সনদসহ প্রয়োজনীয় কাগজপত্রাদি দেয়া হয়েছে এবং তাদের নাম, ঠিকানা, মোবাইল নম্বর অফিসে সংরক্ষণ করা হয়েছে।
বাংলা৭১নিউজ/আইএম