বাংলা৭১নিউজ,(পাবনা)প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার অমৃতকুন্ডায় (রেলবাজার) জমজমাট হাট বসানোর অপরাধে ভ্রাম্যমান আদালতে হাট ইজারাদারকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন। সেখানে রবিবার সাপ্তাহিক বড় হাট। রবিবার (১৯ এপ্রিল) ইজারাদার কর্তৃক সকাল থেকে জমজমাট হাট বসেছিল সংবাদ পেয়ে হাটে আকস্মিক অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকতেখারুল ইসলাম।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকতেখারুল ইসলাম হাটের ইজারাদার (আংশীক) মোঃ মহরম মল্লিককে ডেকে ১০ হাজার টাকা জরিমান করেন। উক্ত জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদন্ড দেন। পরে ইজারাদার (আংশীক) মোঃ মহরম মল্লিক উক্ত টাকা পরিশোধ করেন। চাটমোহরে করোনা রোগী শনাক্তের পর পুরা চাটমোহর উপজেলা লকডাউন ঘোষনা করা হয়। উপজেলার অমৃতকুন্ডায় (রেলবাজার) জমজমাট হাট বসছে এমন সংবাদ পেয়ে উপজেলা প্রশাসন নির্বাহী ম্যাজিস্ট্রেট সঙ্গীয় সেনাবাহিনী ও পুলিশ ফোর্সসহ হাটের মধ্যে প্রবেশ করে জনসাধারণকে দ্রæত হাট ত্যাগ করতে বলেন এবং হাটের বেশ কিছু দোকান খোলা রাখার অপরাধে জরিমানাও করেন।
বাংলা৭১নিউজ/আইএম