মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ১১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চাকরির বিধি লঙ্ঘন করা ঠিক হয়নি: ঊর্মির মা দীপু সালমান পলক ও মামুন ফের রিমান্ডে সীমান্তে যুবককে গুলি করে হত্যার পর মরদেহ নিয়ে গেলো বিএসএফ প্রধান উপদেষ্টার সঙ্গে জাপার সংলাপ চান না সারজিস-হাসনাত সচিবদের প্রধান উপদেষ্টার ২৫ নির্দেশনা সমুদ্রপথে হজযাত্রী পাঠানোর প্রস্তাবে সৌদি সরকারের সম্মতি রাব্বী হত্যা মামলায় ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার সেপ্টেম্বরে সড়কে ঝরেছে ৪২৬ প্রাণ, ৪২ শতাংশই মোটরসাইকেলে দুর্নীতি কিছুটা কমেছে, চাঁদাবাজি তেমন একটা কমেনি হাইকোর্টে আপিল শুনানির উদ্যোগ নেওয়া হচ্ছে: অ্যাটর্নি জেনারেল নেত্রকোণায় ভেঙে গেছে বেড়িবাঁধ, ৪টি ইউনিয়নে কংসের পানি চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের ২ বিজ্ঞানী দুর্গাপূজায় স্কুল-কলেজ টানা ১১ দিন ছুটি ৮ দিনের রিমান্ডে সাবেক এমপি শিউলি আজাদ উন্নয়নে অবদানের স্বীকৃতি চায় এনজিওগুলো: দেবপ্রিয় চার্জ দ্য অ্যাফেয়ার্স আসিফ রহমানের সঙ্গে গোলাম পরওয়ারের সাক্ষাৎ প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত ম্যাক্রোঁর অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বানে চটেছেন নেতানিয়াহু কোটা উঠিয়ে লটারির মাধ্যমে রাজউকের প্লট বরাদ্দের প্রস্তাব গণপূর্ত উপদেষ্টার সাবেক মন্ত্রী সাবের হোসেনকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ

চাটমোহরে হাট-বাজারে মানুষের প্রচন্ড ভীড় হিমশিম খাচ্ছে প্রশাসন

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ১২ এপ্রিল, ২০২০
  • ১২৭ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,(পাবনা)প্রতিনিধি: পাবনার চাটমোহরে হাট-বাজারে মানুষের প্রচন্ড ভীড়, হিমশিম খাচ্ছে চাটমোহর উপজেলা প্রশাসন। সরকারি সকল নিষেধাজ্ঞা অমান্য করে.সামাজিক দুরত্ব এবং বিধি নিষেধ না মেনে রাত ১২টা হাট বসানো হয।একই সাথে উপজেলার সকল হাট-বাজারে অসংখ্য মানুষের আগমন ঘটছে। করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে মানুষের চলাচল নিয়ন্ত্রণ, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করা ও লকডাউন করার মাধ্যমে সামাজিক দুরত্ব নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে প্রশাসন।

চাটমোহর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মানুষের মধ্যে আতংক আছে, তবে সচেতনতা কম। গ্রামের মানুষের ঘরের বাইরে থাকার প্রবণতা বেশী। পুলিশ বা প্রশাসনের লোকজন দেখলেই এলাকা শুন্য, চলে গেলেই আগের অবস্থা।

চাটমোহর উপজেলার ছাইকোলা হাটের সাপ্তাহিক নির্ধারিত দিন শনিবার। কিন্তু শুক্রবার দিবাগত রাত ১০টায় রসুন হাট বসে। খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে থানা পুলিশ গিয়ে হাট বন্ধ করে দেয়। এরপর রাত ১২টায় ফের শত শত মানুষ হাটে সমবেত হয়। শুরু হয় বেচাকেনা। রাত ২টার দিকে আবারো পুলিশ হাটে গিয়ে ছত্রভঙ্গ করে দেয়। বিচ্ছিন্নভাবে শনিবার হাটে বেচাকেনা হয়।

এদিকে রবিবার ভোর থেকে জমে ওঠে উপজেলার সবচেয়ে বড় হাট অমৃতকুন্ডা (রেলবাজার) হাট। বৃষ্টি উপেক্ষা করে শত শত মানুষ সমবেত হয় হাটে। সামাজিক দুরত্বের কোন প্রকার বালাই ছিলো না এই হাটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৫টা থেকেই হাটটি জমজমাট হয়ে ওঠে। কোন প্রকার সামাজিক দূরত্বের এবং সরকারি বিধিনিষেধের বালাই ছিলো না। হৈ হুল্লোড়, চেঁচামেচি চলেছে সমানতালে।

এছাড়া রবিবার ভোরে হরিপুরে রসুন হাটটিও জমজমাট হয়ে ওঠে। সকাল ৮টা পর্যন্ত শত শত হাটুরে বেচাকেনায় ব্যস্ত সময় পার করেন। একই অবস্থা ছিলো চাটমোহর পুরাতন বাজার ও নতুন বাজারেও। সকাল ১১টা পর্যন্ত অসংখ্য মানুষের পদচারণায় সরগরম ছিলো বাজার দুইটি।

বাংলা৭১নিউজ/এফএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com