বাংলা৭১নিউজ,(পাবনা)প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে এক ইউনিয়ন পরিষদের মেম্বরের বিরুদ্ধে নারীর ত্রাণের চাল আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগ উঠেছে।
উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বর মোঃ কোমল হোসেনের বিরুদ্ধে এক নারী উপজেলা নির্বাহী অফিসারের নিকট ত্রাণের চাল আত্মসাতের লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ঐ ওয়ার্ডের গোলজার হোসেনের স্ত্রী মিনিয়ারা খাতুন তার নামে বরাদ্দকৃত ত্রাণের চাল তাকে না দিয়ে আত্মসাৎ করেছেন মর্মে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়, উক্ত মেম্বর মিনিয়ারা খাতুনের নামে বরাদ্দকৃত চাল তাকে না দিয়ে মেম্বর নিজেই টিপসহি দিয়ে চাল উত্তোলন করে আত্মসাৎ করেছেন।
বাংলা৭১নিউজ/এমআর