বাংলা৭১নিউজ,চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার আটঘরিয়া উপজেলার ঐতিহ্যবাহী পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ে আজ আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে জাতীর জনক বঙ্গবন্ধুর ৯৯ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। দিবসের শুরুতে কোরআন তেলওয়াতের পর জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি ও মাজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাতি মোঃ ইন্তাজ আলী খান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আফতাব হোসেনের স্বাগত বক্তব্য রাখেন। আলোচনা, রচনা, কবিতা আবৃতি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় ম্যানেজিং কমিটির সদস্য ডাঃ মোঃ আমজাদ হোসেন লালন, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ আব্দুল হালিম, সিনিয়র শিক্ষক মোঃ সোলায়মান হোসেন, মোঃ মনিরুজ্জামান খান, মোঃ আঃ করিম, মোঃ আক্তারুজ্জামান, মোঃ আঃ সবুর খান মোছাঃ রেহানা পারভীন, মাহফুজা খান, মোছাঃ সুরভী ইয়াছমিন, মোঃ কামরুল ইসলাম, মোঃ আসলাম হোসেনসহ শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন এবং অভিভাবক উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায়বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।
বাংলা৭১নিউজ/জেএস