বাংলা৭১নিউজ,(পাবনা)প্রতিনিধি: পাবনার চাটমোহরে করোনাভাইরাস সংক্রমণ রোধে সাঁড়াশি অভিযান চলছে। চাটমোহর উপজেলার প্রবেশ মুখ ও বিভিন্ন সড়ক, রাস্তা ও পয়েন্টে চাটমোহর উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশী করোনাভাইরাস সংক্রমণ রোধে সাঁড়াশি অভিযান শুরু করেছে। বসানো হয়েছে চেক পোস্ট।
চাটমোহর সার্কেলের সহকারি পুলিশ সুপার সজিব শাহরিন ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সেখ নাসীর উদ্দিন এসব সাঁড়াশি অভিযানের নেতৃত্ব দিচ্ছেন। রোনাভাইরাস সংক্রমণ রোধে সাধারণ মানুষকে ঘরে থাকতে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে আহবান জানিয়ে মাইকিং অব্যাহত রেখেছেন। এ সময় গুরুত্বপূর্ণ স্থানসমূহে চেকপোস্ট বসিয়ে মানুষকে ঘরে ফেরানো কার্যক্রম জোরদার করা হচ্ছে। ওষুধের দোকান, নিত্যপ্রয়োজনীয় দোকান নির্ধারিত সময়ে চালু রাখাসহ সামাজিকদূরত্ব বজায় রাখা নিশ্চিত করতে অভিযান অব্যাহত রয়েছে। সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইকতেখারুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন গোটা উপজেলায় এবং মানুষকে সচেতন করার জন্য নিরলস কাজ করে যাচ্ছেন।
বাংলা৭১নিউজ/এমআর