বাংলা৭১নিউজ,(পাবনা)প্রতিনিধি: পাবনার চাটমোহরে খোলা বাজারে (ওএমএস) চাল বিক্রি শুরু হয়েছে। চাটমোহর পৌরসভার নির্ধারিত ২ জন ডিলার ১০ টাকা কেজি চাল বিক্রি করছেন। করোনাভাইরাসের মধ্যেই সামাজিক দূরত্ব বজায় না রেখে ওএমএস চাল কেনার জন্য দীর্ঘ লাইন দাঁড়িয়ে ক্রেতারা চাল কিনছেন।
এই চাল কেনার জন্য শত শত নারী পুরুষ লাইন ধরে ভীড় করে আছেন। জানা গেছে হতদরিদ্রদের মধ্যে সপ্তাহে ৩ দিন (রবি, মঙ্গল ও বৃহস্পতিবার) এই চাল বিক্রি করা হবে। একজন সর্বোচ্চ ৫ কেজি চাল কিনতে পারবেন। চাল কেনার সময় জাতীয় পরিচয় পত্র দেখাতে হবে। সকাল ১০টা হতে ৩টা পর্যন্ত চাল বিক্রি করা হবে। প্রতিদিন একজন ডিলার ১ টন চাল বিক্রি করবেন।
বাংলা৭১নিউজ/জেএম