শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৮:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
এবারের বিপিএলের প্রথম সেঞ্চুরি উসমান খানের ডাকসু নিয়ে আমরা অনেক আগ্রহী : ঢাবি উপাচার্য শীতার্তদের জন্য কম্বল কিনতে সরকারের বরাদ্দ ৩৪ কোটি টাকা আমাদের ঐক্যের যুদ্ধে ব্যর্থতা রয়েছে: মির্জা ফখরুল ভারতের চক্রান্তে প্রতিবেশী দেশে একের পর এক গুপ্তহত্যা তরুণ প্রজন্মের ত্যাগ বৃথা হতে দেওয়া যাবে না: নৌপরিবহন উপদেষ্টা সংবিধান সংস্কার কমিশনের মেয়াদ বাড়ল অভিশংসিত প্রেসিডেন্ট ইউনকে গ্রেপ্তার নিয়ে নাটকীয় পরিস্থিতি গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি ধরে রাখতে কাজ চলছে: উপদেষ্টা বিদেশে বন্ধু চাই, প্রভু নয়: জামায়াত আমির রাজধানীতে ‘হট্টগোল শিশু উৎসব’ শুরু ৩ হাজার সন্ত্রাসীকে হত্যার দাবি তুরস্কের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে শীতার্তদের জন্য ৭ লাখ কম্বল সরকারি দপ্তরে তদবির বন্ধে সচিবদের কাছে তথ্য উপদেষ্টার চিঠি মসজিদুল আকসার ইমাম ১০ দিনের সফরে বাংলাদেশে চিটাগংকে ব্যাটিংয়ে পাঠাল রাজশাহী বাংলাদেশে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কেয়া গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা নাঈমুল ইসলাম ও তার পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট ১৬৩টি, জমা ৩৮৬ কোটি ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ঝরল ৪ প্রাণ, আহত ২১

চাচার টিপসই জাল করে সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ২৯ আগস্ট, ২০১৮
  • ২৪২ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, পটুয়াখালী প্রতিনিধি: চাচার টিপসই জাল করে সম্পত্তি লিখে নেয়ার অভিযোগ উঠেছে জৈনিক আতাহার ফকিরের বিরুদ্ধে। আতাহার ফকির পটুয়াখালীর বাউফল উপজেলার ঝিলনা গ্রামের মৃত আজাহার ফকিরের ছেলে।

এ ব্যাপারে কাদের ফকিরের ৩ ছেলে বাউফল প্রেসক্লাবে লিখিত অভিযোগ করেছেন। জানা গেছে, ঝিলনা গ্রামে কাদের ফকিরের ৩ ছেলে রফিক, সালাম ও ফোরকান ফকির। মোতাহার, আতাহার এবং আছিয়া বেগমের বাবা মারা যাবার পর চাচা কাদের ফকির তাদের মা‘কে বিয়ে করার সুবাদে এক ঘরে বসবাস করে। মেয়ে আছিয়া বেগম স্বামীর বাড়িতে অবস্থান করেছে। সালাম, রফিক ও ফোরকান ফকির চাকরির সুবাদে জেলার বাইরে থাকে। বাড়ীতে মোতাহার এবং আতাহার ফকির দুই ভাই বৃদ্ধ কাদের ফকিরকে নিয়ে থাকতেন। ভাই বোনের মধ্যে মোতাহার ছিল সরল সোজা এবং আতাহার ফকির হচ্ছেন খুবই সুক্ষ বুদ্ধিমান। মোতাহার সরল সোজা বিধায় আতাহার উপর বিশ্বস্থ ছিল অন্যান্য ভাইবোনদের।

সেই সুযোগে আতাহার ফকির নিজের নামে দানকৃত একটি দলিল প্রকাশ করে। যার দলিল নং ৬৯৩৮/২০১৫ বাউ। ৫০শতাংশ জমি কাদের ফকির জীবিত থাকাকালীন দান করেছে বলে উল্লেখ রয়েছে। চাচা মারা যাওয়ার পরে মোতাহার তার ছেলে জাপান প্রবাসী ঘর তুলতে চাইলে মামলা দিয়ে হয়রানি করেছে ভাই আতাহার। এবং অন্যান্য ভাই বোন বাড়িতে যাতে আসতে না পারে সেই জন্য মামলা দিয়ে হয়রানি করেছেন। এ দিকে আতাহার ছেলে রাহাত ফকির বাংলাদেশ রাজারবাগ পুলিশ লাইন ডিবিতে চাকরী করেছে। এ পুলিশ দাপট দিয়ে  নিয়মিত ভয়ভীতি দেখাইয়া আতাহার ওই ঘরের সম্পূর্ন দখল করছে।

মোতাহার ফকিরের বড় জামাতা আলমগীর হোসেন জানান, দাদা শশুর কাদের ফকির শিক্ষিত ছিলেন। বিয়ের কাবিন নামায় তার নিজ হাতের স্বাক্ষর রয়েছে। তাছাড়া মৃত্যু পুর্বমুহুর্ত পর্যন্ত তার স্বাক্ষর দেয়ার মতো ক্ষমতা ছিল। জৈনিক আতাহার ফকিরের একটি দানকৃত দলিল রয়েছে তাতে কাদের ফকির স্বাক্ষর না করে টিপসই রয়েছে এবং দানকৃত দলিল পরিচিতি নিজস্ব কোনো ব্যক্তি নয়। দানকৃত দলিলে ভিটেবাড়ি উল্লেখ রয়েছে এবং স্বাক্ষর পরিবর্তে টিপসই। এতে প্রমানিত হচ্ছে এ দানকৃত দলিল ভ’য়া। এ ব্যাপারে কনকদিয়া ইউপি চেয়ারম্যান শাহিন হাওলাদার বলেন, সালাম, রফিক, ফোরকান ও মোতাহার ফকির গং ইউনিয়ন পরিষদে আবেদনের প্রেক্ষিতে আতাহার ফকিরকে ডাকলে তিনি আসেন নাই।

তারা স্থানীয় শালিশ ব্যাবস্থা না মানায় আমি পেপার্স ফরওরডিং কোর্টে  পাঠাইছি। এ বিষয়ে উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও বগা ইউপি চেয়ারম্যান মোতালেব হাওলাদার জানান, ফয়সালা করার জন্য আমি আতাহার ফকিরের সাথে কথা বললে আতাহার ঘটনা স্বীকারও করে। ফয়সালা করবে মর্মে আতাহার ফকিরের বিরুদ্ধে থানায় অভিযোগ ওসিকে বলেছি এটা দেখব। পরে আতাহার আর দেখা করেনি।

এ বিষয় স্থানীয়ভাবে একাধিকবার শালিস দেন-দরবার হলে আতাহার তা মানছে না। এ বিষয় আতাহার ফকিরের বাড়িতে গেলে সাংবাদিক পরিচয় জানতে পেরে নিজেকে আড়াল করার জন্য স্থান ত্যাগ করেন। পরবর্তীতে মোবাইলযোগে তিনি জানান, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সব মিথ্যা। পুলিশ বিভাগে কর্মরত রাহাত ফকির জানান, দাদা আমাদেরকে জমি দানপত্র দিয়ে গেছেন। তবে স্থানীয়ভাবে আমরা ফয়সালা করতে পারি।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com