বাংলা৭১নিউজ, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কওসার মোড়ল (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বুধবার পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠায়। সেখানে দুপুরে তার ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। নিহত কওসার মোড়ল ফকিরহাট উপজেলার নলধা মৌভোগ ইউনিয়নের কামটা গ্রামের কাছেম মোড়লের ছেলে।
নিহতের ছেলে মো. শরীফুল মোড়ল অভিযোগ করেন, আমার বাবা কওসার মোড়লের সাথে কারও কোন বিরোধ নেই। গত বৃহষ্পতিবার সকালে আমার চাচাত ভাই মাসুদ মোড়ল তুচ্ছ ঘটনায় আমার বাবাকে লাঠিসোটা ও হাত দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে আহত করে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে আসেন। মঙ্গলবার তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমার বাবাকে যারা হত্যা করেছে তাদের বিচার দাবি করেন তিনি।
ফকিরহাট থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল আলম দুপুরে মুঠো ফোনে বলেন, কওসার মোড়লের ডান চোখ ও ঘাড়ের পেছনে ফোলা জখমের চিহ্ন রয়েছে। বুধবার দুপুরে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে তার ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। কওসার মোড়লের সাথে তার বড় ভাই মহসিন মোড়লের ছেলে মাসুমের পূর্ব বিরোধ রয়েছে। সেই বিরোধের জেরে মারধরে তার মৃত্যু হয়েছে কিনা তা ময়না তদন্তের প্রতিবেদন হাতে পেলেই জানা যাবে।
নিহতের ভাতিজা মাসুম মোড়লের কাছে এবিষয়ে জানতে তার সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
বাংলা৭১নিউজ/জেএস