বাংলা৭১নিউজ,ঢাকা: সরকারি প্রতিষ্ঠানে চাকরি দেয়ার নাম করে প্রতারণার মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে ১৬ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আজ এ র্যাব মিডিয়া সেন্টারে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, চাকরি দেয়ার নামে কোটি টাকা হাতিয়ে নেয়া সংঘবদ্ধ প্রতারক চক্রের ১৬ সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে।তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।
তিনি জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় রাজধানীর কারওয়ানবাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এর আগে চাকরি দেয়ার নাম করে তরুণ চাকরিপ্রার্থীদের সঙ্গে প্রতারণার অভিযোগে আরও কয়েকজনকে আটক করে র্যাব।
বাংলা৭১নিউজ/এস.বি