বাংলা৭১নিউজ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের চাতরা এলাকার ৫০০ মিটার রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে। দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে চাতরা দক্ষিণটোলা হতে সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ৫০০ মিটার রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন চাঁপাইনবাবগঞ্জ ১ আসনের সংসদ সদস্য গোলাম রাব্বানী।
এ উপলক্ষে রোববার বিকেলে চককীর্তি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে চাতরা দক্ষিণটোলা আমবাগানে সূধী সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে চককীর্তি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক হারুন অর রশিদ পাভেল মিঞার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য গোলাম রাব্বানী।
এ সময় উপস্থিত ছিলেন উপ-সহকরী প্রকৌশলী আসলাম হোসেন, মোবারকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, চাতরা ইসলামিক ইন্সিটিউটের অধ্যক্ষ এনামুল হক, কানসাট সোলেমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ সফিকুল ইসলাম, নামোটিকরি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুস সালামসহ অন্যরা। এমপি গোলাম রাব্বানী- শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে আগামী সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেয়ার আহবান জানান। এছাড়া ওই এলাকার পানি নিস্কাশনের জন্য ড্রেনেজ নির্মাণের ঘোষণা দেন।
বাংলা৭১নিউজ/জেএস