বাংলা৭১নিউজ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আ.লীগের সভাপতি ইকবাল মাহমুদ খান খান্না আর নেই (ইন্নালিল্লাহি….. রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। মৃতের পরিবার সুত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। এবং কয়েকদিন আগে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বৃহস্পতিবার সকাল ১১টায় তার ফুফার বাড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি তার ভাইবোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ এমপি, জেলা আ’লীগের সহ-সভাপতি ও সাবেক এমপি মু. জিয়াউর রহমান, যুগ্ম-সম্পাদক মু. গোলাম মোস্তফা বিশ্বাস এমপি, সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাড. মো. নজরুল ইসলাম, শহর আ’লীগের সভাপতি মো. শরিফুল ইসলাম।
বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় চাঁপাইনবাবগঞ্জের নিমতলা কেন্দ্রীয় গোরস্তানে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
বাংলা৭১নিউজ/জেএস