বাংলা৭১নিউজ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৮ এর উদ্বোধন করা হয়েছে।রবিবার সকালে রাজশাহী কলেজ অডিটরিয়ামে ৩দিন ব্যাপি এই ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান। মেলায় রাজশাহী বিভাগের ৮ টি জেলা থেকে মোট ৫৪টি স্টল অংশ নিয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ থেকে জেলা প্রশাসনসহ অংশ নিয়েছে মোট ৫টি স্টল। স্টলগুলো হচ্ছে জেলা প্রশাসন চাঁপাইনবাবগঞ্জ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি, নবাবগঞ্জ সরকারি কলেজ ও নামোশংকরবাটী কলেজ।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার(সার্বিক) আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন, রাজশাহীর জেলার জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার উন্নয়ন ও আইসিটি জাকির হোসেনসহ অন্যান্যরা।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বেশ কিছু স্টল পরিদর্শণ করেন বিভাগীয় কমিশনার। এসময় চাঁপাইনবাবগঞ্জ থেকে অংশ নেয়া প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি ও নামোশংকরবাটি কলেজের স্টলও পরিদর্শন করেন তিনি।
এ ব্যাপারে জানতে চাইলে প্রয়াসের কনিষ্ঠ পরিচালক মু.তাকিউর রহমান জানান, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সকল কার্যক্রম আমরা এখানে সাধারণ মানুষের সামনে তুলে ধরছি। আমরা কি ভাবে অসহায়, দুস্থ মানুষের জন্য কাজ করছি, যাবতীয় বিষয় তুলে ধরা হচ্ছে। প্রজেক্টরের মাধ্যমে ভিডিও প্রদর্শন করা হচ্ছে বলে জানান তাকিউর রহমান।
বাংলা৭১নিউজ/জেএস