বাংলা৭১নিউজ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে মো. সাইদুর রহমান সভাপতি ও মো. আনারুল ইসলাম আনার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার দিবাগত রাত আড়াইটার পর নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচন কমিশনের প্রধান অ্যাডভোকেট সাইফুল ইসলাম রেজা ফলাফল ঘোষণা করেন।
ফলাফলে ১৬১১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন মো. সাইদুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আইয়ুব আলী পেয়েছেন ১১৭৯ ভোট।
সাধারণ সম্পাদক পদে ২০৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. আনারুল ইসলাম আনার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুুল খালেক পেয়েছেন ১৫৭৯ ভোট।
এর আগে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবনে সকাল সাড়ে ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। ১০টি বুথে ভোট গ্রহণ করা হয়।
জেলার বিভিন্ন স্থান থেকে আসা শ্রমিকরা তাদের নেতৃত্ব নির্বাচনের জন্য উৎসাহ-উদ্দীপনা নিয়ে ভোট দেন। ভোটকে ঘিরে আদালত চত্বর এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পাঁচ উপজেলা থেকেই ভোটাররা বিভিন্ন যানবাহনে এসে ভোট দেন। বিকাল ৪টায় ভোট গ্রহণ শেষে শুরু হয় গণনা। পরে রাত আড়াইটার দিকে ফলাফল ঘোষণা করা হয়।
বাংলা৭১নিউজ/জেএস