বাংলা৭১নিউজ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে চুরি হয়ে যাওয়া ৫ ভরি ওজনের স্বর্ণলংকারসহ আরিফুল ইসলাম আরিফ (২২) নামে এক চোরকে আটক করেছে র্যাব। আটককৃত আরিফ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আতাহার চাঁদলাই এলাকার দুলালের ছেলে।
র্যাব- ৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লীডার সাঈদ আবদুল্লাহ আল মুরাদ জানান, গত ২৪ মার্চ রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চাঁদলাই জোড় বাগান এলাকায় ব্রুনাই প্রবাসি মজিবুর রহমানের বাড়ি থেকে স্বর্ণালংকারসহ নগদ টাকা চুরি হয়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পে অভিযোগ করা হলে গোয়েন্দা নজরদারি বাড়ায় র্যাব।
এরপর গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে চাঁদলাই মোল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে আরিফুলকে আটক করে। তার কাছে থাকা চুরি যাওয়া ৫ ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ ১ হাজার ৮৮০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। উল্লেখ্য, আরিফুল এর আগে ককটেলসহ র্যাবের হাতে আটক হয়ে জেল হাজতে যায়। চুরির আগের দিনে সে জামিনে মুক্তি পেয়ে জেল থেকে বেরিয়ে আসে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বাংলা৭১নিউজ/জেএস