বাংলা৭১নিউজ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ব্যতিক্রমি আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের নিয়ে প্রথমবারেরমত গোলটেবিল বৈঠক, টকশো, আলোচনা ও থিম সং প্রচার করেছে জেলা প্রশাসন। দেশের উন্ন্য়নশীল মর্যাদায় উন্নীত হবার যোগ্যতা অর্জনের সাফল্য উদযাপনে শনিবার বেলা সাড়ে ১১টা থেকে দু’ঘন্টাব্যাপী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ভিন্নধর্মী অনুষ্ঠানে খোলামেলা আলোচনায় অংশ নেন জেলা প্রশাসক মাহমুদুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক এরশাদ হোসেন,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন, নবাবগঞ্জ সরকারী কলেজ বাংলা বিভাগ প্রধান প্রফেসর ড.মাযহারুল ইসলাম, স্থানীয় দৈনিক গৌড় বাংলা সম্পাদক হাসিব হোসেন, বঙ্গবন্ধু পরিষদ সাধারণ সম্পাদক শামসুজ্জামান, আ্যাড.সৈয়দ শাহজামাল প্রমুখ।
সাংবাদিক শহীদুল হুদা অলকের সঞ্চালনায় অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে আলোচনা করেন তসলিমউদ্দিন, শামসুল ইসলাম টুকু, এমরান ফারুক মাসুম, সাজেদুল হক, আজিজুর রহমান শিশির, ডাবলু কুমার ঘোষ, ফারুক আহম্মেদ, জমসেদ আলী প্রমুখ।
আলোচনায় দেশ প্রকৃতপক্ষে যে সাফল্য অর্জন করেছে সে সম্পর্কে সকলের পরিস্কার ধারণা থাকার বিষয়টি উঠে আসে। এছাড়া এই অর্জনের প্রেক্ষাপট ও ইতিহাস, এর ধারবাবাহিকতা রক্ষা ও ভবিষ্যতে এই অর্জনকে আরও সমৃদ্ধ করার চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। আলোচকদের বক্তব্যে দেশের কোন কোন সেক্টরে কি কি উন্নয়নের কতটুকু সূযোগ আছে সেগুলিও আলোচিত হয়।
বাংলা৭১নিউজ/জেএস