বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মোজাম্বিকে তিন শতাধিক বাংলাদেশির দোকান লুটপাট শুভ বড়দিন আজ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ১৫ চাঁদপুরে জাহাজে ৭ খুনের ঘটনায় মামলা প্রত্যেক ধর্মে শান্তির বাণী আছে, সেটা নিজের মধ্যে স্থাপন করতে হবে তুরস্কের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক বেশ গভীর জেলখানায় হত্যা: শেখ হাসিনা-জেল সুপারসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়ায় চূড়ান্ত অনুমোদন আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ল কর্ণফুলীতে গোসল করতে নেমে দুই পর্যটক নিখোঁজ টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবার সিলেট সীমান্তে সাড়ে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ দেশের স্বাধীনতা, দেশের স্বার্থ কারো কাছে বিক্রি করবো না: জামায়াত আমির ডিএমপিতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৫২৯ মামলা রোহিঙ্গা ক্যাম্পে আগুনে কয়েকশ’ ঘর ভস্মীভূত, নিহত ২ গ্রিনল্যান্ড কিনতে চান ট্রাম্প, ক্ষেপল ডেনমার্ক! নারায়ণগঞ্জে নসিমনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত দুদকের মামলায় গ্রেফতার সাবেক সচিব ইসমাইল গোপালগঞ্জ পৌর বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ওয়ানডেতে সর্বোচ্চ রান তাড়া করে ইতিহাস গড়ল বাংলার মেয়েরা

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি’র অবস্থান কর্মসূচি পালিত

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ৮ মার্চ, ২০১৮
  • ১৮৫ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:  জিয়া অরফানেজ ট্রাস্ট দূর্নীতি মামলায় দন্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি।

বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচি পালিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পৌর বিএনপি ও সদর থানা বিএনপি এ কর্মসূচির আয়োজন করে।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, বিএনপির যুগ্ম মহাসচিব হারুনুর রশীদ, সদর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক তাশেম আলী, সদর থানা বিএনপি’র সভাপতি তসকিুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের নেতা আনোয়ার হোসেন ও ছাত্রদল নেতা মিম।

এ সময় বক্তারা বলেন, ‘মিথ্যা, বানোয়াট ও ভূয়া মামলায় নেত্রীকে কারাগারে নেয়া হয়েছে। আমরা তাঁর মুক্তির দাবিতে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি। তারই অংশ হিসেবে এ অবস্থান কর্মসূচি ।

এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি। বৃহম্পতিবার বেলা ১১টার দিকে শিবগঞ্জ উপজেলা শাখা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি এনামুল হক আলম, জেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য সারওয়ার জাহান সেন্টু ও বারিউল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান খাইরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা মহিলা দলের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান সায়েমা খাতুন, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান সুমন, উপজেলা শাখা স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক এরশাদ আলী, উপজেলা ছাত্রদল সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান মিজু, ছাত্রদল যুগ্ম সাধারণ সম্পাদক বারিউল ইসলাম তুষারসহ বিএনপির অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অবস্থান কর্মসূচি থেকে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবিলম্বে মুক্তির জোর দাবি জানানো হয়।

চাঁপাইনবাবগঞ্জে দুটি রাস্তার কাজের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের দুটি রাস্তার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় হতে প্রাপ্ত এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে বৃহস্পতিবার বিকেলে রাণীনগরের জোহাক মন্ডলের হতে শামশুল দফাদারের বাড়ি পর্যন্ত ৫০০ মিটার রাস্তা ও গুপ্তমানিক দিঘলপাড়ার আজু ফারাক্কার বাড়ি হতে গুপ্তমানিক ঈদগাহ হয়ে গোরস্থান পর্যন্ত ৫০০ মিটার রাস্তা এইচবিবি করণের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহা. গোলাম রাব্বানী।

দুটি রাস্তার কাজের ব্যয় ধরা হয়েছে প্রায় ৪০ লাখ টাকা। এ উপলক্ষে ধাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে গুপ্তমানিক গোরস্থান প্রাঙ্গনে সুধী সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে ধাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবদুল কাদের মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য গোলাম রাব্বানী। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী আসলাম হোসেন প্রমূখ।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com