বাংলা৭১নিউজ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে শুক্রবার থেকে শুরু হয়েছে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। বিকেলে শহরের রেহাইচরে ডা. আ.আ.ম মেসবাহুল হক বাচ্চু ডাক্তার স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন, স্থানীয় সংসদ সদস্য আব্দুল ওদুদ। এসময় জেলা প্রশাসক মাহমুদুল হাসান, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম, পৌরসভার মেয়র নজরুল ইসলাম ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় রংপুর জেলা দল ২-১ গোলে নাটোর জেলা দলকে পরাজিত করে।
জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এ প্রতিযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নঁওগা, নাটোর, রংপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও চুয়াডাঙ্গা জেলা দল অংশ নিচ্ছে।
বাংলা৭১নিউজ/জেএস