বাংলা৭১নিউজ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: আগামী নির্বাচন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে করার জন্য প্রতিটি কর্মকর্তাদের সঠিকভাবে দায়িত্ব পালন করার আহ্বান জানান।
মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউস সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আইন-শৃংখলা সংক্রান্ত বিশেষ সভায় জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাদের উদ্যোশ্যে রাজশাহী বিভাগীয় কমিশনার মোঃ নূর-উর-রহমান বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরো বলেন, আগামী ২৪ মার্চ জেলার শিবগঞ্জ, গোমস্তাপুর, ভোলাহাট ও নাচোল উপজেলা পরিষদের নির্বাচন। প্রতিটি ভোট কেন্দ্রে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে প্রতিটি ভোটার ভোট দিতে পারে তা নিশ্চিত করতে হবে।
জেলা প্রশাসক এ জেড এম নূরুল হকের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম পিপিএম।
বাংলা৭১নিউজ/এসএম