বাংলা৭১নিউজ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র্যা ব অভিযান চালিয়ে ২০০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক ব্যক্তি হল- শিবগঞ্জ উপজেলার চরহাসানপুর ক্যাম্পপাড়ার মো. মতিবুর রহমান মতি পাইকার ছেলে মো. বাবুল (২৭)। চাঁপাইনবাবগঞ্জ র্যা ব ৫ এর পক্ষ হতে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার তর্ত্তিপুর ঘাটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযা চালিয়ে ২০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মো.বাবুল কে আটক করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকা। এ ঘটনায় শিবগঞ্জ থানা একটি মামলা দায়ের করা হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস