চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আলম ঝাপড়া (৫০) নামে স্থানীয় এক ইউপি সদস্যকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের নবাব মোড়ে এ ঘটনা ঘটে। নিহত ইউপি আলম নয়ালাভাঙ্গা ইউনিয়নের সুন্দরপুর এলাকার আবুল ঝাপড়ার ছেলে ও নয়ালাভাঙ্গা ইউনিয়নের ৯ ওয়ার্ড সদস্য।
স্থানীয়রা বলেন, দুপুর ১টার দিকে নবাব মোড়ে ৭-৮ জন লোক এসে আলম ঝাপড়াকে কুপিয়ে জখম করেন। এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এলাকাবাসী উদ্ধার করে তাকে হাসপাতালে পাঠায়।
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের ইমারজেন্সি ইনচার্জ আনোয়ার রফিক বলেন, দুপুর আড়াইটার দিকে ইউপি সদস্যকে হাসপাতালে আনা হয়। কিন্তু আগেই মারা যান তিনি। হাসুয়ার কোপে তার মাথায় রক্তাক্ত হয়েছিল। ডান হাতে ও মাথায় কোপগুলো দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে শিবগঞ্জ থানার ডিউটি কর্মকর্তা বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।
বাংলা৭১নিউজ/এসএইচ