বাংলা৭১নিউজ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তোরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা করেছে চাঁপাইনবাবগঞ্জে। জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভা যাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে এসে শেষ হয়।
আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসান, পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম, পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রফেসর সুলতানা রাজিয়া, প্রফেসর ড. মাযহারুল ইসলণাম তরু, জেলা তথ্য অফিসার ওয়াহেদুজ্জামান, সিভিল সার্জন খাইরুল আতাতুর্ক, সদর উপজেলা চেয়ারম্যান মোখলেশুর রহমান, নবাবগঞ্জ সরকারী কলেজ, সরকারী মহিলা কলেজ, জেলা মৎস্য দপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ইসলামিক ফাউন্ডেশন, জেলা পুলিশ, র্যা ব, আনসার ভিডিপিসহ সরকারী-বেসরকারী অফিস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন আনন্দ শোভা যাত্রায় অংশ নেয়। আনন্দ শোভাযাত্রায় সাধারণ নারী-পুরুষরাও অংশ নেয়।
এ ছাড়াও হাসিব হোসেনের নেতৃত্বে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি, রেডিও মহানন্দা, দৈনিক গৌড় বাংলা, প্রয়াস হেলথ কেয়ার, প্রয়াস ফোক থিয়েটার আনন্দ শোভা যাত্রায় অংশগ্রহণ করেন। এদিকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌর এলাকার কারবালা মোড় থেকে শোভাযাত্রাটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১(শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাঃ গোলাম রাব্বানী।
এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌর মেয়র কারিবুল হক রাজিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক শামসুর রহমান বাবু, শিবগঞ্জ থানার ওসি হাবিবুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা এসএম আমিনুজ্জামান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বরুণ কুমার মন্ডল, সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমানসহ অন্যরা। এতে সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী, শিক্ষক শিক্ষার্থী, বীরমুক্তিযোদ্ধা ও দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন অঙ্গসংগঠনের প্রায় দুই হাজার মানুষ আনন্দ শোভাযাত্রায় অংশ নেয়। এছাড়াও নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাটে একই কর্মসূচি পালিত হয়।
বাংলা৭১নিউজ/জেএস