চাঁদ রাতের ঈদ আনন্দ মুসলিম সম্প্রদায়ের জন্য এক অপূর্ব উৎসব। ঈদুল ফিতরের আগের রাতটি চাঁদের আলোয় উদ্ভাসিত হয়, যা সকলের মনে আনন্দ ও আশার সঞ্চার করে।
বাড়িতে বাড়িতে তৈরি হয় বিশেষ মিষ্টান্ন, শিশুরা উৎসাহে অপেক্ষা করে নতুন জামা ও ঈদ সালামির জন্য। এই রাতটি সম্প্রীতির বার্তা নিয়ে আসে, সকলকে একত্রিত করে প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে।
এদিকে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সামাজিক যোগযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে জানিয়েছেন যে, ‘চাঁদ রাতের ঈদ আনন্দ অনুষ্ঠানের আয়োজন করেছে শিল্পকলা একাডেমি।’
পোস্ট দিয়ে মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, ‘দুইটা গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ঘটনা। চাঁদ রাতের ঈদ আনন্দ অনুষ্ঠান, আয়োজনে শিল্পকলা একাডেমি। ‘কথা কইও না’ ‘সাদা সাদা কালা কালা’ খ্যাত ইমন ও বেঙ্গল সিম্ফনী, ন্যান্সি, এবং কাওয়াল আমেরী। সাথে মেহেদী উৎসব।’
তার কথায়, ‘ঈদের দিন সিটি করপোরেশনের আয়োজনে ঈদ জামাত ও ঈদ মিছিল। এক সময় ঈদ মিছিলের চল ছিলো। আবার ফিরে আসলো এবার থেকে। চলে আসুন সবাই, এই দুই অনুষ্ঠানেই।’
বাংলা৭১নিউজ/এসএইচ