বাংলা৭১নিউজ,ডেস্ক: হিজরি ১৪৪০ সনের পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা-সংক্রান্ত সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আজ সন্ধ্যা ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে।
ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক এ সভায় সভাপতিত্ব করবেন।
ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে নিচে উল্লিখিত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা অন্য কোনো উপায়ে তা জানানোর জন্যও অনুরোধ জানানো হয়েছে।
টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ এবং ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।
প্রসঙ্গত, চন্দ্রবর্ষের পঞ্চম মাস জুমাদিউল উলা। পবিত্র রমজান মাসের বাকি আর চার মাস। রজব থেকেই রমজানের হিসাব শুরু হয়ে যায়। এজন্য রমজানের আগের কয়েকটি মাস সঠিকভাবে হিসাব রাখার ব্যাপারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
বাংলা৭১নিউজ/জেড এইচ